৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন ঢাকায় -খবর দিয়ে শুরু করছি গুরুকুল লাইভ নিউজ এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন ঢাকায়

৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন কাটাচ্ছেন রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১৫ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের আঁচ আরও বেশি অনুভূত হচ্ছে। ১৯৬৫ সালে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
নিউ মার্কেটে আগুন
১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ওই এলাকার আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দাবদাহে কক্সবাজারে লবণ চাষ
কক্সবাজারে টানা কয়েক দিন ধরে দাবদাহ চলছে। তীব্র গরমে বিভিন্ন ফসলের ক্ষতি হলেও সুবাতাস বইছে লবণ চাষে। জেলার ৬০ হাজার একরের বেশি মাঠে দৈনিক রেকর্ড ৩৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হচ্ছে। এতে মহাখুশি উপকূলের ৪৫ হাজারের বেশি প্রান্তিক লবণচাষি।
টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বর্ষবরণে মাতলেন প্রবাসী বাঙালিরা। শতকণ্ঠে সংগীতায়োজনে বরণ করা নেওয়া হলো ১৪৩০ বঙ্গাব্দকে। বৈশাখের প্রথম দিন মানবতার মঙ্গল কামনায় করা হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বাংলা সংস্কৃতিপ্রেমীরা ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শতকণ্ঠে গেয়ে বরণ করে নেন বাংলা নতুন বছরকে।
হিমালয়ান শকুন উদ্ধার
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলবাজার এলাকা থেকে একটি হিমালয়ান প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা এ শকুন উদ্ধার করেন।
বিমানবন্দরে সোনার বারসহ আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি সোনার বার ও ৫০টি সোনার চেইনসহ সিভিল অ্যাভিয়েশনের গাড়িচালককে আটক করেছে পুলিশ। আটক ওই গাড়িচালকের নাম সালেহকুজ্জামান। ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে তাঁকে আটক করা হয়।
বাড়ির উঠানে মিলল যুবকের গলাকাটা লাশ

পাবনার আটঘরিয়া উপজেলায় নিজ বাড়ির উঠানে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ। শুক্রবার সকালে উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্বজনেরা বলছেন, দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করেছে।
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীসহ ১৫৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে পাঁচ প্রার্থীসহ মোট ১৫৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংখ্যালঘু শব্দটা মুছে ফেলতে হবে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, অনেকে নিজেদের সংখ্যালঘু ভাবেন। এ শব্দটা মুছে ফেলতে হবে। কারণ, বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই রক্তের বিনিময়ে স্বাধীন করেছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।
স্ত্রীকে খুন করে পরিচয় গোপন করে ঘুরে বেড়াতেন স্বামী
পাঁচ মাস আগে স্ত্রীকে খুন করে পানির ট্যাংকের ভেতর লাশটি রেখে দেন। এরপর নিজের পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে চাকরি করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি স্বামী হাসান আকন্দের। গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের একটি গরুর খামারে চাকরিরত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।