এসএসসি পরীক্ষা শুরু -খবর দিয়ে শুরু করছি গুরুকুল লাইভ নিউজ এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
কিছুটা স্বস্তির জন্য আইএমএফের ঋণ নিয়েছে বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছে। ২৯ এপ্রিল শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির দ্য রিজ-কার্লটন হোটেলের সভাকক্ষে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা কিছুটা স্বস্তির জন্য আইএমএফের কাছ থেকে ঋণ নিয়েছি।’
এসএসসি পরীক্ষা শুরু

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেছেন।
দুপচাঁচিয়ায় কিশোর মালেককে হত্যা করেন তাঁর ভাইসহ তিনজন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কিশোর আবদুল মালেক সরদারকে (১৫) তাঁর ভাইসহ তিনজন শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেলে গ্রেপ্তার দুই আসামি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন। জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে অংশ নেন আবদুল মালেকের ভাইসহ তিনজন। চুরি-ছিনতাই ও মাদক সেবনে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তাঁরা আবদুল মালেককে হত্যা করেন।
নগরকান্দায় দুই ভাইয়ের লোকজনের সংঘর্ষে এক ভাই নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক ভাই নিহত হয়েছেন। তাঁর নাম ওবায়দুর কারিকর (৪৩)। শনিবার বিকেলে উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ঈশ্বরর্দী গ্রামে এ ঘটনা ঘটে। ওবায়দুর কারিকর ঈশ্বরর্দী গ্রামের বাসিন্দা মৃত আলাউদ্দিন কারিকরের ছেলে। তিনি ঢাকায় একটি মেসে রান্নার কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে মিনিটে (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।”
দিন দিন কমছে ডলারের মান
দিন দিন কমছেই ডলারের মান। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দাম ব্যাপক বেড়েছে। গত ১ বছরের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
শিশুকে ধর্ষণের পর পলাতক ৭০ বছরের বৃদ্ধ

“শিশুকে ধর্ষণের পর পলাতক ৭০ বছরের বৃদ্ধ। কিশোরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম আব্দুল কুদ্দুস।”
আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা , প্রজ্ঞাপন জারি
আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
শীর্ষ বিনোদন কেন্দ্র হওয়ার পথে সৌদি আরব
মধ্যপ্রাচ্যের শীর্ষ বিনোদনকেন্দ্রে পরিণত হচ্ছে সৌদি আরব। ভ্রমণ গন্তব্য হিসেবে বাড়ছে দেশটির জনপ্রিয়তা। গত চার বছরে মোট ১২ কোটি মানুষ যোগ দিয়েছে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল শেখ সম্প্রতি এমনটাই জানান।