আমাদের আলোচ্য বিষয়ঃ মহারাষ্ট্রে আবার কৃষকদের মুম্বাই লংমার্চ
গুরুকুল লাইভ নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিষয় : আইনজীবী সমিতির নির্বাচনে দলপন্থীদের ধাক্কাধাক্কি, সংকট বাড়ছে, বেইল আউটের বিষয়ে উদ্বেগ, কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া, এবার তারল্য বাড়াতে ঋণ নিচ্ছে ক্রেডিট সুসি, মহারাষ্ট্রে আবার কৃষকদের মুম্বাই লংমার্চ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, তুরস্কের ভূমিকম্পদুর্গত এলাকায় বন্যা নিহত ১৪, আরব সাগরে রাশিয়া-চীন-ইরানের নৌমহড়া।

Table of Contents
মহারাষ্ট্রে আবার কৃষকদের মুম্বাই লংমার্চ । সারা সপ্তাহের খবর
আইনজীবী সমিতির নির্বাচনে দলপন্থীদের ধাক্কাধাক্কি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে আজ বৃহস্পতিবার আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই দলের সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থানে আছেন। বেলা পৌনে একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষ একে অপরের উদ্দেশে নানা ধরনের স্লোগান দিচ্ছিল।
সংকট বাড়ছে, বেইল আউটের বিষয়ে উদ্বেগ
বেইল আউটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পরপর দুটি ব্যাংক বন্ধ হয়ে গেলেও তাদের বেইল আউট করা হয়নি। দেশটির কর্তাব্যক্তিরাও বারবার বলছেন, এবার ২০০৮ সালের মতো বেইল আউট করা হবে না।
সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও চান না, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিপাকে পড়লে করদাতাদের অর্থে বেইল আউট করা হোক। এ ক্ষেত্রে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের মধ্যে একধরনের ঐকমত্য আছে।

কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া
কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া। গতকাল বুধবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এ কথা জানান।
এর আগে গত মঙ্গলবার রাশিয়ার সুখোই-২৭ যুদ্ধবিমানের বেপরোয়া তৎপরতায় কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনটি ভেঙে পড়ে। জানা গেছে, মার্কিন ড্রোনটি ওই এলাকায় নজরদারি করছিল।

এবার তারল্য বাড়াতে ঋণ নিচ্ছে ক্রেডিট সুসি
রীতিমতো আগুন লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে। তবে সুইজারল্যান্ডের ক্রেডিট সুসির মতো ব্যাংকের গায়েও আগুন না লাগলেও তারা যেন দূরবর্তী দাবানলের আঁচ টের পাচ্ছে। সে জন্য তারা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫৪ বিলিয়ন বা ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নিচ্ছে। নিকট ভবিষ্যতে যেন তারল্য–সংকটে পড়তে না হয়, তা নিশ্চিত করতে এ উদ্যোগ।

মহারাষ্ট্রে আবার কৃষকদের মুম্বাই লংমার্চ
ভারতের মহারাষ্ট্রে আবার শুরু হয়েছে কৃষকদের লংমার্চ। নাসিক থেকে মুম্বাই, প্রায় ২০০ কিলোমিটার যাত্রাপথে পতপত করে উড়ছে সিপিএমের কিসান সভার লাল পতাকা। পাঁচ বছর আগে, ২০১৮ সালে যেসব দাবি আদায়ের জন্য ৫০ হাজারেরও বেশি কৃষক নাসিক থেকে মুম্বাই গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর আশ্বাস নিয়ে ঘরে ফিরেছিলেন, এবারের যাত্রা সেই প্রতিশ্রুতি পূরণের দাবিতেই। কৃষকদের অভিযোগ, পাঁচ বছরে মহারাষ্ট্রের সরকার তাঁদের কোনো দাবিই পূরণ করেনি।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার সকালে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়েছে।
দক্ষিণ কোরিয়া ও জাপানের শীর্ষ নেতাদের মধ্যে একটি যুগান্তকারী বৈঠকের কয়েক ঘণ্টা আগে আইসিবিএম ছুড়ল উত্তর কোরিয়া। টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প
নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি–সতর্কতা জারি করা হয়।

তুরস্কের ভূমিকম্পদুর্গত এলাকায় বন্যা নিহত ১৪
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পদুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিকম্পের জেরে ঘর হারিয়ে তাঁবু ও কনটেইনারে বসবাস করা মানুষেরা। অতিবৃষ্টি থেকে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরব সাগরে রাশিয়া-চীন-ইরানের নৌমহড়া
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে ত্রিদেশীয় নৌমহড়া শুরু করেছে রাশিয়া, চীন ও ইরান। আজ বৃহস্পতিবার থেকে এ মহড়া শুরু হয়েছে। চলবে কাল শুক্রবার পর্যন্ত।
গতকাল বুধবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিদেশীয় এ নৌমহড়ার নাম রাখা হয়েছে ‘মেরিন সিকিউরিটি বেল্ট ২০২৩’। ইরানের চাবাহার বন্দর থেকে মহড়ার সূচনা হবে। দুই দিন ধরে আরব সাগরে মহড়া চালাবেন তিন দেশের নৌসেনারা।
