জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন । সারা সপ্তাহের খবর

গুরুকুল লাইভ নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা গুরুকুল লাইভ নিউজের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন ইস্তাম্বুলের বাসিন্দারা, জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু, জাতীয় সংসদের স্পিকারের সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাৎ, পঞ্চগড়ে পাথর তুলতে গিয়ে তলিয়ে যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার, বগুড়ায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত শিশুসহ তিনজন, আরেক ব্যাংক বন্ধ হলো যুক্তরাষ্ট্রে, সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে, আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার আহ্বান।

 

জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন

 

Table of Contents

জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন । সারা সপ্তাহের খবর

বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন ইস্তাম্বুলের বাসিন্দারা

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর মেসুতদের বাড়ির এ অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। অনেক ভবন এখন ঝুঁকি অবস্তায় আছে। আবার ভূমিকম্প হলে সকল ভবন ধসে পড়ার আশঙ্কা অনেক বেশি। ফেব্রুয়ারির শুরুর দিকে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের দক্ষিণাঞ্চলে।

ওই ভূমিকম্পের পর তুরস্কের বড় বড় নগরীগুলোতে নতুন একটি জরুরি অবস্থা দেখা দেয়। সেটা হল ভবনের নিরাপত্তা।

 

জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন

 

জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন

জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. প্যাট্রিক ভারকুইজেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

জিসিএর প্রধান নির্বাহী অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করার গুরুত্বের ওপর জোর দেওয়ার জন্য বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দুর্বল দেশগুলোর সমর্থন চান।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
এর আগে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের মহড়াকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে। এ সতর্ক বার্তার পরেই সোমবার দ’ুদেশে বড়ো ধরনের এ মহড়া শুরু করল।

 

জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন

 

জাতীয় সংসদের স্পিকারের সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাৎ

বাহরাইনের রাজধানী মানামা সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পষিদের স্পিকার মিলটন ডিক সৌজন্য সাক্ষাৎ করেন। ১৪৬ তম আইপিইউ সম্মেলন উপলক্ষে ড. শিরিন শারমিন চৌধুরী বর্তমানে মানামায় অবস্থান করছেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের দ্বিপাক্ষিক সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ে পাথর তুলতে গিয়ে তলিয়ে যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার

পঞ্চগড়ে নদে পাথর তুলতে গিয়ে তলিয়ে যাওয়ার পৌনে আট ঘণ্টা পর জাকির হোসেন (৩০) নামের এক পাথরশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাহারপাড়া ঈদগাহসংলগ্ন ভারত সীমান্তঘেঁষা চাওয়াই নদ থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। গতকাল বিকেল চারটার দিকে নদে পাথর তোলার সময় তিনি তলিয়ে যান।

বগুড়ায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত শিশুসহ তিনজন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চান মোমেন

 

আরেক ব্যাংক বন্ধ হলো যুক্তরাষ্ট্রে

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে বন্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, গতকাল রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংক বন্ধের ঘটনার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নজির।

সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গতকাল রোববার এ পরীক্ষা চালানো হয়। আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর প্রাক্কালে উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। সাধারণত, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ‘কৌশলগত’ শব্দটি ব্যবহার করা হয়।

 

দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে, আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার আহ্বান

পবিত্র রমজানের আগে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। তাই জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পিএমও।

রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে গতকাল রোববার পিএমওতে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে রমজান ও ঈদ সামনে রেখে দেশব্যাপী খাদ্যের মজুত-সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিয়ে আলোচনা হয়।