শক্তিতে থাইল্যান্ড নারী ফুটবল দল বেশ এগিয়ে। তাদের বিপক্ষে লড়াই করার বার্তা দিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার। কিন্তু কথা মতো লড়াই করতে পারলেন না শামসুন্নাহাররা। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে ৩-০ গোলে।
ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আশা নিয়ে নামলেও হজম করেছে উল্টো দুই গোল।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড আছে ৫৩ তে, বাংলাদেশ সেখানে ১০৪তম। মেয়েদের এশিয়া কাপে নিয়মিত মুখ থাইল্যান্ড। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের বিপক্ষে লড়াই করতে পারলেই সেটাকে সাফল্য ধরা হতো। মেয়েরা প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি।
তবে এবারের হারেও নারী ফুটবলে উন্নতির চিহ্ন আছে। ২০১৩ সালে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে বাংলাদেশ ২৭ অক্টোবর থাইল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশের মেয়েরা ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে। ওই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ।
