টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রামে গিয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস ও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মোহাম্মদ সাইফ উদ্দিনও। কিন্তু সন্ধ্যায় ঘোষিত স্কোয়াডে তার নাম না থাকায় চমকে গেছে অনেকেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তাকে রাখা হয়নি।
বাংলাদেশ ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে দেখা গেছে, ভিসাবিহীন খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে, আবার স্কোয়াডে থাকা ক্রিকেটারকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা হয়েছে। এবার সাইফ উদ্দিনকে পাঠিয়েও স্কোয়াডে না রাখায় নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এ বিষয়ে বলেন, “১৫ জনের স্কোয়াড করা হয়েছে, বিশ্বকাপেও একই সংখ্যা থাকবে। এখন থেকেই আমরা সেই কম্বিনেশন তৈরি করছি। চারজন সিমার রাখতে হলে কাউকে বাদ দিতেই হতো। এটি কেবল প্রথম দুই ম্যাচের দল, পরের দিকের ম্যাচে (সাইফ উদ্দিন) থাকতে পারেন।”
তিনি যোগ করেন, “১৫ জন ক্রিকেটারের মধ্য থেকে যাদের নিয়ে দল সাজানো সম্ভব হয়েছে, তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে।”
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সাইফ উদ্দিন। তিন ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তার বাদ পড়া তাই বিস্ময় জাগানো স্বাভাবিক।
তবে পিচ ও কন্ডিশনের কারণে দলীয় ভারসাম্য আনতেই তাকে রাখা হয়নি বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দলে না থাকলে কেন পাঠানো হলো চট্টগ্রামে? দল ঘোষণা তো আগেই হওয়ার কথা। তাহলে কি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়েছে?
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাইফ উদ্দিন তৃতীয় টি-টোয়েন্টিতে থাকতে পারেন। এছাড়া বিশ্বকাপের সম্ভাব্য তালিকাতেও আছেন তিনি। তাই অনুশীলনের অংশ করতেই চট্টগ্রামে পাঠানো হয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। সেখানে খেলতে গেলে মানসিক ও টেকনিক্যালভাবে প্রস্তুতি ভিন্ন হয়ে যেত। তাই আপাতত তাকে দলের সঙ্গেই রাখা হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেন, “সাইফ উদ্দিন স্কোয়াডে না থাকলেও চট্টগ্রামে টি-টোয়েন্টি দলের প্রস্তুতিতে প্রয়োজন ছিল। আগেও আমরা এমনটা করেছি। টিম কম্বিনেশনের কারণে কেউ স্কোয়াডে না থাকলেও প্রস্তুতির স্বার্থে তাকে রাখা হয় দলের সঙ্গে। এটাও তেমনই একটি সিদ্ধান্ত।”
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি সোমবার, এরপর বুধবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।
খবরওয়ালা/টিএসএন
