দাম বাড়ছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের | সারা সপ্তাহের খবর

দাম বাড়ছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের -খবর দিয়ে শুরু করছি গুরুকুল লাইভ নিউজ এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ভুটানকে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁরা ইতিমধ্যে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আপনারা চাইলে আমরা কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে পারি।’

দাম বাড়ছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের 

 

দাম বাড়ছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের | সারা সপ্তাহের খবর

 

ঈদুল ফিতরের পর বাজারে নতুন করে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা। আর একই সময়ের ব্যবধানে মানভেদে পেঁয়াজের দাম বেড়েছে সর্বোচ্চ ১৫ টাকা। দাম বাড়ছে আদা–রসুনেরও।  ব্যবসায়ীরা বলছেন, আলুর সরবরাহে টান পড়েছে। বন্ধ আছে পেঁয়াজ আমদানি। তাতে দামে প্রভাব পড়তে শুরু করেছে। আর ডলার–সংকটে ঋণপত্র (এলসি) খোলা কমে যাওয়া এবং আমদানি খরচ বেড়ে যাওয়ায় আদা ও রসুনের দাম বাড়তির দিকে।

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসা সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আশ্রয়শিবিরে হামলার সময় আরাকান স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে আরসার ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ০৭ মে শনিবার গভীর রাতে উখিয়ার বালুখালী-১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জি-১ ব্লকে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের তৃণমূলে সংঘাত

মাঠের রাজনীতিতে কোনো কোনো জায়গায় আওয়ামী লীগই আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে নিজেদের মধ্যে সংঘর্ষ, প্রাণহানিও ঘটছে। প্রতিপক্ষের হামলায় গত ১০ দিনে নিহত হয়েছেন অন্তত ছয়জন। নেতৃত্ব, এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে নানা বিষয়ে বিরোধে জড়াচ্ছে ক্ষমতাসীন দলের বিবদমান পক্ষগুলো। দলটির নেতাদের অনেকে বলছেন, জাতীয় নির্বাচনের আগে তৃণমূলের এ ধরনের পরিস্থিতি নিয়ে চিন্তিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব। 

 

যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন তৃতীয় চার্লস

যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার আবেতে শনিবার দুপুরে শত বছরের রীতি অনুসারে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার। চার্লস একইসঙ্গে কমনওয়েলথভুক্ত আরো ১৪টি দেশেরও রাজা হচ্ছেন আনুষ্ঠানিকভাবে।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মে অনুষ্ঠেয় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালিত রাজ্যাভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্টকে মুকুট পরানো হবে।”

দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে আসতে বাধ্য হচ্ছে

কানাডার পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক গরম থেকে সৃষ্ট দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছে। অঞ্চলটিতে চলতি মাসে মাঝে মাঝে তাপমাত্রা মৌসুমী গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তু বৃদ্ধি পায়। এক সরকারী রিপোর্টের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়। 

চিনির দাম কেজিতে ২৬ টাকা বাড়ানোর প্রস্তাব

দাম বাড়ছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের | সারা সপ্তাহের খবর

 

“বৃহস্পতিবার (৪ মে) ভোজ্যতেলের দাম বাড়ানোর পর জানা যায়, চিনির বাজারের অস্থির পরিস্থিতির মধ্যেই গত মাসের ১৭ এপ্রিল বাংলাদেশ ট্যারিফ কমিশনে চিনির দাম কেজিতে ২৬ টাকার বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছেন আমদানিকারকরা। তাদের দাবি, বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ছে চিনির দাম। তাই কাটছে না সংকট। গত কয়েক মাস ধরেই অস্থির চিনির বাজার। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম। আবার মিলছে না সব দোকানেও। এতে নাজেহাল ভোক্তারা।”

রপ্তানি আয় দশ মাসে ৪৫৬৭ কোটি ডলার

রপ্তানি আয় দশ মাসে ৪৫৬৭ কোটি ডলার । চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি খাতে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। এ সময়ে বরাবরের মত পোশাক থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে।