দীর্ঘ বিরতির পর দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজের শেষ ওয়ানডে ও পরবর্তী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে এনেছে একাধিক পরিবর্তন।

দীর্ঘ বিরতির পর অজিদের দলে ফিরেছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কব্জির চোট কাটিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলবেন তিনি। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সফরের আগে অনুশীলনের সময় এই চোটে পড়েছিলেন ম্যাক্সওয়েল।

ক্যাফ মাসলের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে অনুপস্থিত থাকছেন বেন ডওয়ারশুইস। তবে শেষ দুই ম্যাচে দলে ফিরবেন তিনি। একইসঙ্গে ফিরেছেন উইকেটকিপার জশ ফিলিপে। পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী ফাস্ট বোলার মাহলি বিয়ার্ডম্যান। সাবেক অনূর্ধ্ব–১৯ দলের এই প্রতিভাবান পেসার বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন।

ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সাম্প্রতিক চার ম্যাচে ১২ উইকেট নিয়েছেন বিয়ার্ডম্যান, ইকোনমি রেট মাত্র ৫.৭৫। দ্রুতগতির বোলিংয়ে তাকে অস্ট্রেলিয়ার পরবর্তী বড় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ২১ নভেম্বর শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রস্তুতির জন্য সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রামে থাকছেন তিন ক্রিকেটার — মার্নাস লাবুশেন, জশ হ্যাজলউড ও শন অ্যাবট। তারা নিজ নিজ রাজ্যের হয়ে লাল বলের ম্যাচে অংশ নেবেন।

লাবুশেন কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে গাব্বায় খেলতে পারেন। অন্যদিকে হ্যাজলউড ও অ্যাবট ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে থাকবেন না। তারা নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে অংশ নেবেন। হ্যাজলউড প্রথম দুই ম্যাচে খেলবেন, আর হাতে চোট থেকে সেরে ওঠা অ্যাবট তৃতীয় ম্যাচের পর দল ছাড়বেন।

শেষ ওয়ানডের জন্যও দলে এসেছে পরিবর্তন। নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে না খেলা বাঁহাতি স্পিনার ম্যাট কুহনেম্যান ফিরেছেন। কাফ ইনজুরি কাটিয়ে ফিরেছেন জশ ইনগ্লিসও।

অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস (উইকেটকিপার), ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপে (উইকেটকিপার), ম্যাট রেনশ, ম্যাট শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম তিন ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), টিম ডেভিড, বেন ডওয়ারশুইস (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইনগ্লিস (উইকেটকিপার), ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপে (উইকেটকিপার), ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

টিএসএন