ঘূর্ণিঝড় মোখায় বৃষ্টি ঝরবে ঢাকায়ও -খবর দিয়ে শুরু করছি গুরুকুল লাইভ নিউজ এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
ঘূর্ণিঝড় মোখায় বৃষ্টি ঝরবে ঢাকায়ও
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা যতই উপকূলের দিকে এগোচ্ছে, ততই দেশের নতুন নতুন এলাকার ঝুঁকি বাড়ছে। চট্টগ্রাম ও কক্সবাজারের পর বরিশাল বিভাগেও শক্তিশালী ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল থেকেই এসব এলাকায় মোখার অগ্রভাগের প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হতে পারে। তবে রাজধানী ঢাকায় ঝড়ের প্রভাব আসতে আসতে দুপুর গড়াতে পারে। আর ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে কম পড়তে পারে উত্তরাঞ্চলে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলবে রাত পর্যন্ত। সে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে রাজধানীতে প্রভাব খুব বেশি পড়বে না। এর আগে ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসে ঢাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।
কর্মকর্তাদের নিয়ে বিদেশভ্রমণের ব্যয় বিষয়ে যে ব্যাখ্যা দিলেন মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও সাংবাদিকদের নিয়ে সম্প্রতি অন্তত পাঁচটি দেশ সফর করেছেন মেয়র আতিকুল ইসলাম। চলতি মাসে চীন সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এসব সফরের ব্যয় নিয়ে মেয়র বলেছেন, ‘আমাদের টাকায় আমরা কোনো সময় বিদেশভ্রমণ করি না। আবার আসার সময় খালি হাতেও ফিরি না। শুধু শুধু ঘুরতেও যাই না।’
১৩ মে শনিবার সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটির নগরভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র। দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটির মেয়র হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রতিশ্রুতি পূরণে গত তিন বছরে যেসব কাজ করেছেন এবং উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছেন, সেসব নিয়ে কথা বলেন মেয়র।
নিষেধাজ্ঞা আরোপকারী দেশের কাছ থেকে কিছুই কিনব না: প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারী কোনো দেশের কাছ থেকে কিছু কেনা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বর্তমানে নিষেধাজ্ঞা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যাদের দিয়ে আমরা জঙ্গিবাদ নির্মূল করি, তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি বলেছি যে যারা নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে আমি কিছু কিনব না।’
বাড়ি ফিরলেন ইমরান, দুষলেন সেনাপ্রধানকে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান লাহোরে নিজ বাসভবনে ফিরেছেন। তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে নানা নাটকীয়তার পর শনিবার ভোরে সড়কপথে জামান পার্কের বাড়িতে ফিরেছেন তিনি। ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশে রওনা করার পর সাবেক এ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তাঁর বাড়ি ফেরা নিয়েও পুলিশ নাটক করেছে। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক তাঁকে লাহোরে ফিরতে বাধা দেওয়ার জোর চেষ্টা চালিয়েছিলেন। বাইরে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক হবে উল্লেখ করে ইমরান খানকে তিন ঘণ্টা আদালত ভবনে বসিয়ে রাখা হয়েছিল।
রাশিয়ায় অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার দক্ষিণ আফ্রিকার
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে দক্ষিণ আফ্রিকা—যুক্তরাষ্ট্রের তোলা এ অভিযোগ অস্বীকার করেছে দেশটি। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিউবেন ব্রিগিটি এ অভিযোগ তোলেন। তিনি বলেন, গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউন ঘাঁটি থেকে একটি রুশ জাহাজ অস্ত্র সংগ্রহ করে দেশে ফিরেছিল। ওই রুশ জাহাজটির বিরুদ্ধে আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওয়াশিংটন।
৮০ বছরে কেন্দ্রীয় ব্যাংকগুলো সবচেয়ে বেশি সোনা কিনছে

ডলারের বিনিময়ে সোনা। বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ঠিক এই কাজটিই এখন করছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে এসব দেশ পথ খুঁজছিল। ডলার ছেড়ে দিয়ে সোনার মজুত বাড়ানোই তাদের কাছে মনে হয়েছে সবচেয়ে নিরাপদ পথ। কোন দেশ কী পরিমাণ সোনা মজুত করছে, তার হিসাব রাখা শুরু হয় ১৯৫০ সালে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, সেই সময়ের পর থেকে পাওয়া হিসাবে দেখা গেছে, গত বছরই সবচেয়ে বেশি সোনার মজুত করেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। গোল্ড কাউন্সিল সোনাশিল্পকে প্রতিনিধিত্ব করে।
টিসিবিও কেজিতে ১০ টাকা বাড়াল চিনির দাম
ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি প্রতি মাসে একবার করে দেশের এক কোটি পরিবারের মধ্যে এক কেজি চিনি ভর্তুকি মূল্যে বিক্রি করে থাকে। এত দিন এ চিনির দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা। তবে নতুন দামে টিসিবির পরিবার কার্ডধারীদের চিনি কিনতে হবে ৭০ টাকা কেজিতে।
