গুরুকুল লাইভ নিউজ আপডেটে আপনাকে স্বাগত।
সকল বিষয়ে সম্প্রতি ঘটনাবলির আপডেট দিতে, আমাদের আজকের আয়োজন।
আজকের আলোচনার বিষয়ঃ ভিন্নমতকে অপরাধ বলায় জাতিসংঘের আপত্তি, দাউদ ইব্রাহিমের খোঁজে ভারত, চিনির আমদানিতে শুল্ক প্রত্যাহার, জাতিসংঘ বৈঠকে রাশিয়াকে তুলোধুনা করা হবে, ন্যাটো অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে : পুতিন, এবার নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প, ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক, নৌকা মঞ্চ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য, সিআইএ প্রধান, রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন, বান্দরবান থেকে পালিয়ে ভারতের আশ্রয়ে প্রায় ৫০০ বাংলাদেশি, জেলেনস্কি চীনের নেতা শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চান।

Table of Contents
ভিন্নমতকে অপরাধ বলায় জাতিসংঘের আপত্তি
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) বহুল সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের কাছে যে সুপারিশমালা পেশ করেছে, তা মূলত তিনটি বিষয়ে। ওএইচসিএইচআর যে তিনটি মূল ইস্যুর কথা উল্লেখ করেছে, সেগুলো হলো ভিন্নমত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা, কথিত অপরাধ প্রতিরোধের ক্ষমতার পরিধির ব্যাপকতা এবং জামিন ছাড়া দীর্ঘ সময়ের বন্দিত্ব।
গত বছরের আগস্ট মাসে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত ঢাকা সফরের সময় জানিয়েছিলেন যে তাঁর দপ্তরের মানবাধিকার আইনবিষয়ক বিশেষজ্ঞরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে একটি সুপারিশমালা সরকারের কাছে পেশ করেছেন।

দাউদ ইব্রাহিমের খোঁজে ভারত
দাউদ ইব্রাহিম আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার। উনি দীর্ঘদিন পাকিস্তানের করাচিতে আত্মগোপনে আছেন বলে মনে করে ভারত। পাকিস্তান বরাবরই এ কমপ্লেইন করে। পাকিস্তানে গোপনে থাকা আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম ও তাঁর ডি কোম্পানির বিপক্ষে অ্যারেঞ্জমেন্ট নেওয়ার জন্য দুবাইয়ে পাঁচ সদস্যের তদন্তকারী দলকে পাঠিয়েছে ইন্ডিয়ার জাতীয় কোম্পানি (এনআইএ)। গোয়েন্দাদের সূত্র ধরে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
চিনির আমদানিতে শুল্ক প্রত্যাহার
দাম কমাতে সকল প্রকার চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার এক প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনির দাম কমিয়ে আনার জন্য প্রস্তাব দেওয়ার পর এনবিআর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত বলবৎ থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।

জাতিসংঘ বৈঠকে রাশিয়াকে তুলোধুনা করা হবে
ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের যুদ্ধ আসন্ন হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সোমবার বৈঠক করেছে এবং তারা মস্কোর নিন্দা ও এ সংঘাতে যুদ্ধাপরাধের তদন্ত বাড়ানোর জন্য ঐক্যের আহ্বান জানিয়েছে।
রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে ব্রিটেনের রাষ্ট্রদূত সাইমন ম্যানলি বলেন, ‘আমরা এই অধিবেশনে দেখানোর চেষ্ঠা করেছি যে, বিশ্ব ইউক্রেনের পাশে রয়েছে।’
জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস প্রথম দিন কাউন্সিলে ভাষণ দেবেন। উচ্চ পর্যায়ের চার দিনের এ কাউন্সিল চলাকালে প্রায় ১৫০ জন তাদের নিজ নিজ বক্তব্য পেশ করবেন।
এদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও ইরানের শীর্ষ কূটনীতিকরা থাকবেন।
এদিকে মস্কো বৃহস্পতিবার জানিয়েছে, কাউন্সিলে সরাসরি ভাষণ দিতে তারা উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে পাঠাবে।
ন্যাটো অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র সরবরাহ করে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য ন্যাটো সদস্যদের অভিযুক্ত করে বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছে৷
পুতিন বলেন, ‘তারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটা সত্যিকার অংশগ্রহণ।’

এবার নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প
পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত নিউ ব্রিটেন অঞ্চলে রোববার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ কিলোমিটার (২৩ মাইল) এবং রোববার সকালে বিরল জনবহুল পশ্চিম নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জ অঞ্চলে এই ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কিম্বে শহরের কাছে একটি ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টে কম্পন অনুভূত হয়। তবে একজন কর্মী এটিকে ‘এটি খুব তীব্র নয়’ বলে বর্ণনা করেছেন।
ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রাকিবুল ইসলাম। তিনি জানান, প্রতিমন্ত্রী পলক গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী তার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগেও প্রতিমন্ত্রী পলক ও তার দুই ছেলে গত বছরের ৯ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

নৌকা মঞ্চ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য
হাওরের প্রধান বাহন নৌকা। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকও নৌকা। আর তাই হাওরের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তৈরি করা হচ্ছে বিশাল নৌকা মঞ্চ।
প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন সফর করবেন। সেখানে তিনি সকালে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর বিকেল ৩টায় মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাডে এক সুধী সমাবেশে বক্তৃতা করবেন। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন বিশাল নৌকা মঞ্চে দাঁড়িয়ে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে হাওরে বিরাজ করছে উৎসবের আমেজ। দলীয় প্রতিনিধিসহ সুধী সমাবেশে আমন্ত্রিতদের প্রবেশ কার্ড দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতির ছোটভাই বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক।

সিআইএ প্রধান, রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন
ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য চীন প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস।
রোববার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। খবর আনাদোলু এজেন্সির।
অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন কিছু সম্পর্কে এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, চীন রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জামের চালান পাঠিয়েছে- এমন কিছুর প্রমাণ আমরা এখনও পাইনি।’
বার্নস বলেন, চীন এমন কোনো পদক্ষেপ নিলে সেটি হবে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ও ‘অবিবেচনাপ্রসূত’।
আর চীনের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ এলে তার পরিণতি কী হতে পারে সে বিষয়টি পরিষ্কার করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সিআইএ প্রধান।

বান্দরবান থেকে পালিয়ে ভারতের আশ্রয়ে প্রায় ৫০০ বাংলাদেশি
বাংলাদেশের বান্দরবান থেকে পাঁচশোরও বেশি মানুষ ভারতের মিজোরামে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে, তার থেকে বাঁচতেই ভারতে পালিয়ে এসেছেন তারা।
আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই বম জনগোষ্ঠীর মানুষ, তবে তাদের সঙ্গে কিছু টংটঙ্গিয়া গোষ্ঠীর মানুষও এসেছেন ভারতে। বম জনগোষ্ঠীটি খ্রিস্টান ধর্মাবলম্বী।
দক্ষিণ মিজোরামের লংৎলাই জেলার পাঁচটি গ্রামে আশ্রয় নিয়েছেন ওই বাংলাদেশি নারী-পুরুষরা। মিজোরাম সরকার এবং সেখানকার খ্রিস্টানদের শক্তিশালী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে পালিয়ে আসা নারী পুরুষদের বাসস্থানের ব্যবস্থা করেছে বলে জানিয়েছে। নিয়মিত খাবারও দিচ্ছে তারা।
জেলেনস্কি চীনের নেতা শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চান
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি চীনা নেতা শি জিনপিংএর সঙ্গে দেখা করতে চান এবং ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য বেইজিংএর দেয়া প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলোচনা করতে চান।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীতে শুক্রবার তিনি বলেন চীনের প্রস্তাব থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা শান্তির প্রক্রিয়ায় জড়িত হয়েছে।
“আমি সত্যিই আশা করব চীন রাশিয়াকে কোন অস্ত্র সরবরাহ করবে না,” তিনি বলেন।
চীনা প্রস্তাবে শান্তি আলোচনার এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
মি. জেলেনস্কি মি. শি-র সঙ্গে শীর্ষ বৈঠকের যে আহ্বান জানিয়েছেন, চীনা কর্তৃপক্ষ এখনও তাতে প্রকাশ্যভাবে কোন সাড়া দেয়নি।
