হকি দলের ইউরোপ সফর বাতিল, ভারতে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা

যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কিছু দিন আগে মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এর ধারাবাহিকতায় এবং উন্নত প্রশিক্ষণের জন্য নভেম্বর মাসে দলটিকে সুইজারল্যান্ড পাঠানোর কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) সফরটি বাতিল করেছে।

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ ২৮ নভেম্বর থেকে ভারতে শুরু হবে। একই দিনে সুইজারল্যান্ড সফর করা হওয়ার কথা ছিল প্রায় ২৫ জনের কন্টিনজেন্ট নিয়ে। তবে এতসংখ্যক খেলোয়াড়ের ভিসা আবেদনের সাক্ষাৎকার প্রক্রিয়ায় দূতাবাস হকি ফেডারেশনকে সাহায্য করতে পারেনি। তাই সফরটি বাতিল করতে হয়েছে।

নতুন কোচ আইকম্যান সুইজারল্যান্ডে শুধু স্বাগতিক দলের সঙ্গে নয়, অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলার পরিকল্পনা করেছিলেন। তবে সফর বাতিল হওয়ায় বাংলাদেশ দল কিছুটা সমস্যায় পড়েছে।

ফেডারেশন এখন দলটিকে ভারতে মূল টুর্নামেন্টের ১০ দিন আগে পাঠানোর পরিকল্পনা করছে। ১৮ নভেম্বর ঢাকা ছাড়বে যুব দল। ভারতে গিয়ে সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়েও আলোচনা চলছে।

বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই ঢাকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে অফ সিরিজ। ১৩, ১৪ ও ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিনিয়র জাতীয় দলে অনূর্ধ্ব-২১ দলের ৮ জন খেলোয়াড়ও রয়েছেন।

টিএসএন